অস্থির জীবনের ভেতরেও মানুষের এক অদ্ভুত প্রবৃত্তি আছে—আশা খোঁজার প্রবৃত্তি।

কখনো মনে হয় সবকিছু ছিন্নভিন্ন, সব দরজা বন্ধ, সব আলো নিভে গেছে।

এলোমেলো দিনে এলোমেলো ভাবনাগুলো ঘুরপাক খায়।
হৃদয় বোঝা নামিয়ে রাখতে চায় কোথাও।

অজানা ভবিষ্যতের ভয়, অতীতের ক্লান্তি, আর বর্তমানের বিশৃঙ্খলা মিলে যখন মনকে দমিয়ে ফেলে, তখন মানুষ ছোট্ট ছোট্ট আশ্রয় খুঁজে নেয়—এক কাপ চা, প্রিয়জনের কণ্ঠস্বর, শিশুর খলখলিয়ে হাসা হাসি, কুরআনের ৩ পেইজ তিলাওয়াত, ডায়েরিতে লেখা দুইটা লাইন ... এগুলোই পরম আশ্রয়ের আঁচল হয়ে যায় ...

মন ভেতরে ভেতরে চায় কিছু একটা আমাকে ধরে রাখুক, ভেঙে না পড়তে দিক। কিন্তু বাইরে থেকে আগ বাড়িয়ে সাহায্য চাইতে কি ভীষণ অভিমান!

বিশৃঙ্খলার ভেতরেও কিছু অদ্ভুত আশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে।

আশা করি কিন্তু আশা মানেই সব সমস্যার সমাধান হাতেনাতে পাওয়া নয়।

আশা মানে আল্লাহর উপর ভরসা করে ধীরে ধীরে একটা একটা করে দিন পাড়ি দেওয়া।

একটা একটা শব্দ করে কুরআনের অর্থ আরেকটু ভালো করে পড়ার চেষ্টা করা।

আরেকটু ধৈর্য, আরেকটু তাওয়াক্কুল—এভাবেই দিন যায়।

দুনিয়ার বিশৃঙ্খলা থামেনি, কিন্তু এর মাঝেই হৃদয়ের ভেতর একটুখানি শান্তি জন্ম নেয়।

যে শান্তি আসে দুয়াতে হাত তুলে, আত্মসমর্পণ করে সেই শান্তি আসে, পরিপূর্ণভাবে নিজের মগজ খাটিয়ে প্রচন্ড বুদ্ধিদীপ্ত কিছু মুহূর্তে কুরআনের আয়াতগুলোর গভীর ব্যাখ্যা বোঝার মাধ্যমে এই শান্তি আসে... সেটার সাথে নিজের জীবনের ঘটনাগুলো মিলাতে পারার মাধ্যমে সেই শান্তি আসে..

আহারে যে জানে এবং যে জানে না, সে কি কখনো সমান হতে পারে?

না কখনোই পারেনা।

#রাইটিং_থেরাপি
শারিন
অস্থির জীবনের ভেতরেও মানুষের এক অদ্ভুত প্রবৃত্তি আছে—আশা খোঁজার প্রবৃত্তি। কখনো মনে হয় সবকিছু ছিন্নভিন্ন, সব দরজা বন্ধ, সব আলো নিভে গেছে। এলোমেলো দিনে এলোমেলো ভাবনাগুলো ঘুরপাক খায়। হৃদয় বোঝা নামিয়ে রাখতে চায় কোথাও। অজানা ভবিষ্যতের ভয়, অতীতের ক্লান্তি, আর বর্তমানের বিশৃঙ্খলা মিলে যখন মনকে দমিয়ে ফেলে, তখন মানুষ ছোট্ট ছোট্ট আশ্রয় খুঁজে নেয়—এক কাপ চা, প্রিয়জনের কণ্ঠস্বর, শিশুর খলখলিয়ে হাসা হাসি, কুরআনের ৩ পেইজ তিলাওয়াত, ডায়েরিতে লেখা দুইটা লাইন ... এগুলোই পরম আশ্রয়ের আঁচল হয়ে যায় ... মন ভেতরে ভেতরে চায় কিছু একটা আমাকে ধরে রাখুক, ভেঙে না পড়তে দিক। কিন্তু বাইরে থেকে আগ বাড়িয়ে সাহায্য চাইতে কি ভীষণ অভিমান! বিশৃঙ্খলার ভেতরেও কিছু অদ্ভুত আশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে। আশা করি কিন্তু আশা মানেই সব সমস্যার সমাধান হাতেনাতে পাওয়া নয়। আশা মানে আল্লাহর উপর ভরসা করে ধীরে ধীরে একটা একটা করে দিন পাড়ি দেওয়া। একটা একটা শব্দ করে কুরআনের অর্থ আরেকটু ভালো করে পড়ার চেষ্টা করা। আরেকটু ধৈর্য, আরেকটু তাওয়াক্কুল—এভাবেই দিন যায়। দুনিয়ার বিশৃঙ্খলা থামেনি, কিন্তু এর মাঝেই হৃদয়ের ভেতর একটুখানি শান্তি জন্ম নেয়। যে শান্তি আসে দুয়াতে হাত তুলে, আত্মসমর্পণ করে সেই শান্তি আসে, পরিপূর্ণভাবে নিজের মগজ খাটিয়ে প্রচন্ড বুদ্ধিদীপ্ত কিছু মুহূর্তে কুরআনের আয়াতগুলোর গভীর ব্যাখ্যা বোঝার মাধ্যমে এই শান্তি আসে... সেটার সাথে নিজের জীবনের ঘটনাগুলো মিলাতে পারার মাধ্যমে সেই শান্তি আসে.. আহারে যে জানে এবং যে জানে না, সে কি কখনো সমান হতে পারে? না কখনোই পারেনা। #রাইটিং_থেরাপি ©️ শারিন
Love
1
· 0 Comments ·0 Shares ·8 Views
Upgrade to Pro
Choose the Plan That's Right for You